বিকাল ৫টা ৩০ মি, ১২ মে, এসএটিভি

বেলাশেষে’র অতিথি

সংগীতশিল্পী ফৌজিয়া আকতার আলফা

উপস্থাপনা: এলিনা শাম্মী
প্রযোজনা: কাজী চপল

এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হিসেবে এবারের পর্বে থাকছেন সংগীতশিল্পী ফৌজিয়া আকতার আলফা। শিল্পী আলফা’র গানের প্রতি আগ্রহ খুব ছোটবেলা থেকে। বুলবুল ললিত কলা একাডেমি’তে তিনি নজরুল সংগীত ও উচ্চাঙ্গসংগীতের তালিম নিয়েছেন। বর্তমানে তিনি আধুনিক মেলডিয়াস গান পরিবেশন করতে পছন্দ করেন। তাঁর প্রথম অ্যালবাম ‘আলফা’ প্রকাশিত হয় ১৯৯৪ সালে। বর্তমানে তাঁর নতুন একটি অ্যালবাম প্রকাশের কাজ চলছে।

‘বেলাশেষে’ অনুষ্ঠানে আলফা জানিয়েছেন তাঁর শিল্পী জীবনের কথা, নানা স্মৃতিময় ঘটনা ইত্যাদি। আড্ডার পাশাপাশি তিনি শুনিয়েছেন বেশ কিছু গান। কাজী চপলের প্রযোজনায় আনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে। এবারের পর্বটি উপস্থাপনা করেছেন এলিনা শাম্মী।

সাতদিন/এমজেড

১২ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›