সন্ধ্যা ৬টা, ১৩ মে, ইএমকে সেন্টার, ঢাকা

বহুল আলোচিত প্রামাণ্যচলচ্চিত্র

‘গুলাবি গ্যাং’-এর প্রদর্শনী

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে ইএমকে সেন্টার, উইমেন এন্ড গার্লস লিড গ্লোবাল এবং ইউএস এইড বাংলাদেশ যৌথভাবে ভারতীয় প্রামাণ্যচলচ্চিত্র ‘গুলাবী গ্যাং’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। ২০০৬ সালে ভারতের উত্তর প্রদেশে হয়ে যাওয়া নারী আন্দোলন নিয়ে ৯৬ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচলচ্চিত্রটি নির্মাণ করেছেন নিষ্ঠা জৈন। ১৩ মে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলার বান্ডেলখান্দ নামের অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর নারীরা দীর্ঘ দিন ধরে নানা ধরনের নিপীড়নের শিকার হয়ে আসছিলেন। এক বছরে এখানে ধর্ষণের ঘটনা ঘটেছিল ১৯৬৩টি, অপহরণ ৭৯১০টি এবং যৌতকুকের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে ২২৪৪টি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এই নারীদের মুক্তির পথ দেখান সম্পাত পাল দেবী। নির্যাতিত নারীদের নিয়ে তিনি ঘটন করেন বিখ্যাত গুলাবি গ্যাং। বহু বছর ধরে প্রচলিত কুসংস্কার, অন্যায় ও বৈষম্যমূলক সামাজিক রীতিকে তাঁরা ভেঙ্গে ফেলতে সচেষ্ট হন। গড়ে তুলেন নারী লাঠিয়াল বাহিনী।

ভারতের উত্তর প্রদেশের নারীদের এই সংগ্রামের গল্পকে নিয়ে নিষ্ঠা জৈন নির্মাণ করেছেন তথ্যচিত্র ‘গুলাবি গ্যাং’ যা বিশ্বের দরবারে তুলে ধরেছে উপমহাদেশের নারীদের প্রতি বৈষম্য মূলক আচরণের চিত্র এবং সেই সাথে নারীদের সংগ্রামের গল্প।

সাতদিন/এমজেড

১৩ মে ২০১৫

মুভি

 >  Last ›