সন্ধ্যা ৬টা ২০ মি, ১৩ মে এসএটিভি
সন্ধ্যার মেঘমালায়
শামীমা পারভীন শিমু
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
এসএ টেলিভিশনের বৈঠকী গানের নিয়মিত আসর ‘সন্ধ্যার মেঘমালা’র এবারের পর্বের শিল্পী হিসেবে ধাকছেন শিল্পী শামীমা পারভীন শিমু। নজরুল সংগীতের এই গুণী শিল্পী সুরেলা কন্ঠের জন্য খ্যাতি অর্জন করেছেন। তিনি ছায়ানটের নজরুল সংগীত বিভাগ হতে তিনি নজরুল সংগীতের কোর্স সমাপ্ত করেছেন। এরপর দীর্ঘ দিন তিনি ছায়ানটে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
কামরুজ্জামান রঞ্জু’র প্রযোজনায় ‘সন্ধ্যার মেঘমালা’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। অনুষ্ঠানের প্রতি পর্বে এক বা একাধিক গুণী শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। শিল্পীরা বৈঠকী আমেজে নিজের পছন্দ মত গান পরিবেশন করে থাকেন।
সাতদিন/এমজেড