বিকেল ৩টা ৫মি, ১৩ মে চ্যানেল আই
নেপালে শুটিংকৃত টেলিছবি
হলিডে
রচনা ও পরিচালনা: শাহরিয়ার নাজিম জয়
অভিনয়: রুনা খান, কল্যাণ কোরাইয়া, শাহাদত হোসেন, নোমিরা ও শাহরিয়ার নাজিম জয়
নেপালে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ ভুমিকম্পের সময়টিতে সেখানে শুটিংয়ের জন্য অবস্থান করছিলেন 'হলিডে' টেলিফিল্মের শিল্পী ও কলাকুশলীরা। মুলত দুটি দম্পত্তির হানিমুনে যাওয়া ও তাদের অতীত জীবনের কিছু কাহিনী তুলে ধরা হয়েছে টেলিফিল্মটিতে।
চ্যানেল আইতে ১৩ মে বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে লাক্স মাঝদুপুরের টেলিছবি 'হলিডে'। রচনা ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে রুনা খান, কল্যাণ কোরাইয়া, শাহাদত হোসেন, নোমিরা ও শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।