সকাল ১০টা ২০ মি, ১৩ মে, বৈশাখী টিভি
আলাপ-এর অতিথি
চিত্রপরিচালক জাকির হোসেন রাজু
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা
বৈশাখী টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’-এর এবারের পর্বের অতিথি চলচ্চিত্রনির্মাতা জাকির হোসেন রাজু। প্রখ্যাত পরিচালক তোজাম্মেল হক বকুলের সাহাকরী হিসেবে কিছুদিন কাজ করার পর জাকির হোসেন রাজু নিজেই সিনেমা বানানোর উদ্যোগ নেন। তাঁর প্রথম চলচ্চিত্র ‘জীবন সংসার’। ‘পোড়ামন’, ‘এর বেশি ভালোবাসা যায় না’, ‘অনেক সাধের ময়না’র মত জনপ্রিয়তা পাওয়া চলচ্চিত্রের নির্মাতা তিনি।
‘আলাপ’ আনুষ্ঠানে তিনি জানাচ্ছেন তাঁর অতীত জীবন, বিভিন্ন বিষয়ে ব্যক্তিগত মতামত, পরিকল্পনা ইত্যাদি। পলাশ মাহবুবের প্রযোজনায় অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় প্রতি সপ্তাহের রবি থেকে বৃহষ্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড