সন্ধ্যা ৭টা ৩০ মি, ১৪ মে, শিল্পকলা একাডেমি, ঢাকা
পূজা সেনগুপ্তের নির্দেশনায় মঞ্চে
নৃত্যনাট্য ‘ওয়াটারনেস’
তুরঙ্গমী রেপার্টরী ড্যান্স থিয়েটার-এর প্রযোজনায় মঞ্চস্থ হতে যাচ্ছে নৃত্যনাট্য ‘ওয়াটারনেস’। এর বাংলা শিরোনাম করা হয়েছে ‘জলে বাস’। জল ও নারীর সম্পর্ক নিয়ে গবেষণাধর্মী এই নাটক বাংলা ও ইংরেজি ভাষায় মঞ্চায়িত হবে। নৃত্যনাট্যটি লিখেছেন ভারতের ধীমান ভট্টাচার্য। পূজা সেনগুপ্ত-এর নৃত্য ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় এই নৃত্যনাট্যে পূজা সেনগুপ্তের পাশাপাশি অংশ নিচ্ছেন আতিক রহমান, এ আহমেদ নায়িম, নবনিতা দেব, জ্যোস্না রহমান, লোপা সুস্মিতা, আনিকা হক হৃদিতা, শ্রেয়সী ত্রয়ী, নিয়াজ বাঁধন ও মো: দাউদুল ইসলাম। পোশাক পরিকল্পনায় উর্মী হাজরা এবং সংগীত পরিকল্পনায় আছেন সুমন সরকার।
জল ও নারীর সম্পর্ককে উন্মোচিত করার পাশাপাশি নৃত্যনাট্যটিকে সম্পর্কিত করা হয়েছে ১৮৯০ থেকে ১৯৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীল ভাবনার সাথে। নাচের ক্ষেত্রে ভারতীয় উচ্চাঙ্গ নৃত্যের সাথে সমসানয়িক নৃত্য ও জ্যাজ নৃত্যের মিশ্রন ঘটানো হয়েছে।
সাতদিন/এমজেড