সকাল ৭টা ৩০ মি, ১৪ মে, এসএ টিভি

সকালের ডায়রি ও হাওয়া লাগে গানের পালের অতিথি

কবি সাবেরা তাবাসসুম

প্রযোজনা: খালিদ পলাশ ও মনি পাহাড়ী

প্রতিদিন সকালে এক বা একাধিক অতিথির সাথে আড্ডা ও আড্ডার মাঝে সকালের আবহে যায় এমন গানের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে ‘সকালের ডায়েরী ও হাওয়া লাগে গানের পালে’ শিরোনামের অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন নতুন প্রজন্মের কবি সাবেরা তাবাসসুম। তাঁর প্রকাশিত বই-এর মধ্যে রয়েছে ‘কোলাহল নেই সেই পাখি’, ‘মা এখন বাক্সবন্দি’ ইত্যাদি।

অনুষ্ঠানের সম্ভাব্য সেগমেন্টসমূহ হল অতিথির সাথে আড্ডা, গান শোনা, রাশিচক্র, নানান কিছুর উপর ছোট ছোট প্যাকেজ, জন্মদিনের শুভেচ্ছা, বিভিন্ন বিষয়ে টিপস, বাড়ির আসবাবপত্র, তাৎক্ষণিক চিকিৎসা।

সাতদিন/এমজেড

১৪ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›