রাত ১১টা ২০ মি, ১৪ মে, আরটিভি
মিউজিক স্টেশন-এর অতিথি রিংকু
উপস্থাপনা: শ্রাবণ্য
প্রযোজনা: শাহ আমীর খসরু
শ্রোতাপ্রিয় লোকগানের শিল্পী রিংকু আসছেন আরটিভি’র নিয়মিত অনুষ্ঠান ‘আপন জুয়েলার্স মিউজিক স্টেশন’-এর অতিথি হয়ে। ২০০৫ সালে গানের প্রতিযোগিতা ক্লোজ আপ ওয়ানে অংশ নিয়ে খ্যাতি অর্জন করা রিংকুর পুরো নাম মশিউর রহমান রিংকু। লোকগানকে আন্তর্জাতিক পর্যয়ে তুলে ধরতে ‘আদী নামের একটি গানের দলও গড়ে তুলেছেন তিনি।
সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন’-এ শিল্পী গান শোনানোর পাশাপাশি কথা বলবেন তাঁর সংগীত জীবনের নানান বিষয় নিয়ে। দর্শকরাও ফোন করে তাঁর সাথে আড্ডায় অংশ নিতে পারবেন এবং জানাতে পারবেন যে কোন গানের অনুরোধ। শাহ আমীর খসরুর প্রযোজনায় আনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হয় সপ্তাহের প্রতি বৃহষ্পতিবার রাত ১১টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল শ্রাবণ্য।
সাতদিন/এমজেড