সন্দীপ চট্টোপাধ্যায়-এর তত্বাবধানে

চলচ্চিত্র পরিচালনার উপর কর্মশালা


ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশনে ‘ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন ফিল্ম ডিরেকশন’ শীর্ষক ১৫ দিনের এক কর্মশালার আয়োজন করা হয়েছে। ৩১ মে থেকে শুরু হতে যাওয়া এই কর্মশালয় চলচ্চিত্র পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে তাত্ত্বিক ও প্রায়োগিক প্রশিক্ষন দিবেন ভারতের পুনে ফিল্ম ইস্টিটিউটের চলচ্চিত্র পরিচালনা বিভাগের প্রধান সন্দীপ চট্টোপাধ্যায়। ১৪ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মশালা চলবে। ১৪ মে-এর মধ্যে প্রশিক্ষণ নিতে আগ্রহীদের অনলাইনে www.iafm.edu.bd/ragistration এই ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ০১৭৩১৬৮৩৬৭৭ এবং ০১৫৫২৫৭৫০২০ নম্বরে ফোনে যোগাযোগ করা যাবে।


কর্মশালাটির প্রশিক্ষণ পর্ব ৩টি স্তরে সাজানো হয়েছে। তত্ত্বীয় পর্বে থাকছে- সিনেমা অ্যাজ এন আর্ট, হিস্ট্রী, ফিল্ম ল্যাঙ্গুজ, মিজ-অ্যাঁ-সিন, ফিল্ম থিওরী, প্রোডাকশন মেথডোলজি, সিনেমাটোগ্রাফী, স্ক্রীপ্ট, এ্যাকটিং, এডিটিং, সাউন্ড, এনালাইজিং ফিচার ফিল্ম সহ আরও বিষয়। ব্যবহারিক পর্বে থাকছে - স্ক্রীন প্লে ওয়ার্কশপ, শট ডিভিশন, শট সাইকোলজি, স্ক্রীপ্ট ব্র্যাকডাউন, শুটিং, এডিটিং, ইভালোয়েশন সহ বিবিধ বিষয়। শেষ পর্বে থাকছে চলচ্চিত্র নির্মান। গ্রুপ করে শিক্ষার্থীরা একই বিষয়ের ভিন্ন ভিন্ন গল্প নিয়ে তিন বা ততোধীক চলচ্চিত্র নির্মান করবেন। পরবর্তীতে উক্ত চলচ্চিত্র সমূহ একত্রে দেশে ও আন্তর্জাতিক ভাবে সিনেমা হলে মুক্তি দেয়া হবে। চলচ্চিত্র সমূহ আন্তর্জাতিক ভাবে বিপনণ ও প্রদর্শনের জন্য একাডেমির সহযোগি সংগঠন হিসেবে থাকছে ফ্রান্সের আই অন ফিল্ম, ইউএস এর ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশের প্রাক্সিস প্রোডাকশন ও ঢাকাস্থ ষ্টার সিনেপ্লেক্স। কর্মশালায় অংশগ্রহনকারী প্রত্যেক শিক্ষার্থীকে কর্মশালা শেষে সনদ পত্র প্রদান করা হবে।

সাতদিন/এমজেড

১৪ মে ২০১৫

মুভি

 >  Last ›