রাত ৯টা ৩০ মি, ১৪ মে, এসএটিভি
স্টার লাইন রান্নাঘরে
অভিনয়শিল্পী শিরিন বকুল
প্রযোজনা: আবু জাফর রায়হান
প্রায় ২৫ বছর ধরে মঞ্চে কাজ করছেন গুণী অভিনেত্রী শিরিন বকুল। নাটকের দল ‘থিয়েটার’ দিয়ে শুরু করে ‘আরন্যক’-এ কাজ করার পর যোগ দেন ‘নাগরিক নাট্যসম্প্রদায়’-এ। এখনো সেখানে কাজ করছেন। পাশাপাশি অভিনয় করেছেন অসংখ্য টিভি নাটকে। অভিনয়ের পাশাপাশি আবৃত্তিও করছেন শিরিন বকুল। ‘কন্ঠশীলন’-এ আবৃত্তির প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তিনি গড়ে তুলেছিলেন ‘স্বঋত’ নামের একটি আবৃত্তি সংগঠন। ‘তোমাকে ভুলতে ভুলে যাই’ শিরোনামে একটি দ্বৈত আবৃত্তির অ্যালবামও প্রকাশিত হয়েছে তাঁর।
শিরিন বকুলকে দেখা যাবে একটু ভিন্ন ভূমিকায়। তিনি আসছেন এসএ টেলিভিশনের রান্না বিষয়ক অনুষ্ঠান স্টার লাইন রান্নাঘরে। আবু জাফর রায়হানের প্রযোজনায় অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতি বৃহষ্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড