রাত ৮টা, ১৪ মে গাজী টিভি
সাপ্তাহিক নাটক
লাভ ইন সিলেট
রচনা ও পরিচালনা: শাহরিয়ার নাজিম জয়
অভিনয়: কুসুম শিকদার, শাহারিয়া নাজিম জয়, সাজু খাদেম, ডা. ইনামুল হক
লন্ডন প্রবাসী মঞ্জু চেীধুরী তার একমাএ মেযে কুসুমকে নিয়ে সিলেটে বেড়াতে আসে। উদ্দেশ্য লন্ডনে বেড়ে উঠা বখাটে মেয়ের সাথে পুরানো বন্ধু সোলামানের ছেলে ফাহাদের সাথে বিয়ে দেয় । কুসুম সিলেটী কোন ছেলেকে বিয়ে করবে না কারন সে বিলেতি কালচারে বড় হয়েছে,তার অনেক বয়ফ্রেন্ড সেখানে আছে। ফাহাদকে কুসুম সেজন্য পদে পদে অপমান করে ।ফাহাদ অপমান হাসি দুঃখে সহ্য করে। কারন সে খুবই জ্ঞানি এবং প্রকৃত সাহসী বাংলাদেশী ছেলে। তার আত্তবিশ্বাস এতটাই প্রখর যে পৃথিবির যে কোন মেয়ের মন সে জয় করতে পারে এবং কোন বিলেতি ছেলেই তার কাছে পাওা পাবেনা।
শুরু হয় ফাহাদের প্রেমের গল্প। যে কোন উপায়েই তাকে আধা বিলেতি কুসুমের মন জয় করতে হবে । একপর্যায়ে কুসুম ফাহাদের সাথে চা বাগান জাফলং মাধবকুন্ড বড়াতে যায় । বাংলাদেশ কত সুন্দর এখানকার মানুষ যে কত অতিথী পরায়ন এসব দেখে কুসুম মুগ্ধ হয় কিন্তু ফাহাদকে বিয়ে করবে তা চিন্তা করেনা। বেড়ানোর এক পর্যায়ে কুসুম ভয়াবহ বিপদে পরে । ফাহাদের বুদ্ধিমওায় সে বিপদ থেকে রক্ষা পায়। এরপর ফাহাদের সাথে শুরু হয় বন্ধুত্ব ।
তারপর অনেক ঘটনা। কুসুম লন্ডনে চলে যায়। ফাহাদ যেনো হেড়ে যায় ভালবাসার পীরক্ষায়। তার কিছুদিন পর কুসুম সিলেট ফিরেআসে। ফাহাদকে লন্ডনে নিয়ে যাবার জন্য নয় বরং সিলেটেই ফাগাদের সাথে সংসার করার জন্য।
জিটিভিতে রাত ৮টায় প্রচার হবে নাটক 'লাভ ইন সিলেট'। শাহরিয়ার নাজিমের রচনা ও পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার, শাহারিয়া নাজিম জয়, সাজু খাদেম, ডা. ইনামুল হক প্রমুখ।