রাত ৯টা ২০ মি, বৃহস্পতিবার এবং

সকাল ১১ টা ৩০ মি, শুক্রবার, গাজী টিভি

রান্না বিষয়ক অনুষ্ঠান ''আজকের রান্না'

উপস্থাপনা: চৈতি ফারহানা
প্রযোজনা: তুষার জামাল


গাজী টিভির সাপ্তাহিক রান্না বিষয়ক অনুষ্ঠান আহমেদ ফুড নিবেদিত ‘আজকের রান্না’। অনুষ্ঠানের প্রতি পর্বে দু’টি করে রেসিপি থাকবে। এছাড়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে কোন রান্না করে দেখাবেন একজন আমন্ত্রিত অতিথি। রেসিপির ক্ষেত্রে 'আজকের রান্না'য় মৌসুম ভিত্তিক রান্না প্রাধান্য পাবে। 

তুষার জামালের প্রযোজনায় চৈতি ফারহানার উপস্থাপনায় আজকের রান্না অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে।

২৮ আগস্ট ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›