রাত ১১টা ৩০ মি, ২৭ মে, জিটিভি
আনন্দ ভ্রমণের বিষয়
সীতাকুণ্ড পাহাড়
প্রযোজনা: এইচ এ এম রাজন
গাজি টেলিভিশনে নিয়মিত প্রচারিত হচ্ছে ভ্রমণ বিষয়ক আনুষ্ঠান ‘আনন্দ ভ্রমণ’। চট্টগ্রামের বিখ্যাত সীতাকুণ্ড পাহাড় নিয়ে নির্মিত হয়েছে অনুষ্ঠানটির এবারের পর্ব। চট্টগ্রাম শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে আবস্থিত সীতাকুণ্ড পাহাড়ের উচ্চতা প্রায় ১৫০০ ফুট। এই পাহাড় সংলগ্ন এলাকায় রয়েছে দুটি ঝর্না। এর মধ্যে একটি গরম পানির ঝর্না। এ ছাড়া এখানে রয়েছে একটি ইকো পার্ক। তবে এই এলাকার সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো চন্দ্রনাথ পাহাড় ও তার চুড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এটি একটি শীব মন্দির। বাংলাদেশে অবস্থিত দুটি শীব মন্দিরের একটি হল চন্দ্রনাথ মন্দির।
প্রাচীন এই মন্দিরটির একদিকে রয়েছে প্রত্নতাত্বিক গুরুত্ব আবার এই চন্দ্রনাথ পাহাড়ের চুড়ায় অবস্থিত এই মন্দিরের আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের মন কেড়ে নেয়। চন্দ্রনাথ পাহাড়ের চুড়া থেকে পশ্চিম দিকে দেখা যায় বঙ্গপোসাগার। প্রতি বছর এই মন্দিরকে কেন্দ্র করে চন্দ্রনাথের মেলা হয় যাতে দূরদুরান্ত থেকে দর্শনার্থীরা আসে।
পাহাড় আর টিলায় পূর্ণ এখানকার ইকোপার্কটিতে রয়েছে দুষ্প্রাপ্য গাছ ও বন্য প্রাণী। সব মিলিয়ে পুরো এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে। পাহাড়ের উপর থেকে সাগরের বুকে অস্তগামী সূর্য দেখার দুর্লভ সুযোগ ঘটে এখানে।
এইচ এ এম রাজনের প্রযোজনায় ‘আনন্দ ভ্রমণ’ অনুষ্ঠানটি জিটিভিতে প্রচারিত হচ্ছে বৃহষ্পতিবার বিকাল ৪টা ৩০ মিনিটে এবং পূনঃপ্রচার করা হয় পরের সপ্তাহের বুধবার রাত ১১টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মিম।
সাতদিন/এমজেড