রাত ১১টা, ১৪ মে, এসএটিভি
তিন গ-এর বিষয়
মানবপাচার রোধে করণীয়
অতিথি: ড. জিয়া রহমান, এম এ মাবুদ, নাইমুল ইসলাম খান ও শ্যামল দত্ত
উপস্থাপনা: সায়ফুল হুদা
গবেষণা ও সমন্বয়: নাজমুল হক
প্রযোজনা: রেজাউল করিম রেজা
১২ জুন ২০১৪ থেকে এসএ টেলিভিশনে প্রতি বৃহস্পতিবার প্রচারিত হচ্ছে ভিন্নধর্মী আলোচনা অনুষ্ঠান ‘তিন গ’। এখানে তিন গ বলতে বোঝানো হয়েছে—গণতন্ত্র, গণমাধ্যম এবং গণমানুষ। অনুষ্ঠনে আমন্ত্রণ জানানো হয় দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী এবং বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিবর্গকে। এছাড়া সাধারণ জনগণ ও তরুণ প্রজন্মের ১৬ জন অতিথি উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে। সাধারণ অতিথিরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার মধ্য দিয়ে আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে থাকেন।
এবারের অনুষ্ঠানের বিষয় ঢকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জিয়া রহমান, পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এ মাবুদ, সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
সাতদিন/এমজেড