রাত ৮টা ৪০ মি, ১৪ মে, এসএটিভি
ইয়ুথ ভয়েজের ৮০তম পর্ব
উপস্থাপনা: মনিকা চৌধুরী
বিষয়: বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তরুণদের ভাবনা।
অতিথি: প্রফেসর সৈয়দ আনোয়ারুল হক, প্রফেসর মিঞা লুৎফার রহমান, নাফিসা নাওয়ার, নির্ঝর চৌধুরী ও আলভী
প্রযোজক: বিকাশ সরকার
তরুণরা একটি দেশেরে মূল চালকিাশক্তি। ‘ইয়ুথ ভয়েজ’ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে দেশের বভিন্নি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, অভভিাবক ও বিভিন্ন স্তরের তারকারা। সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে মুক্ত আলোচনার এই অনুষ্ঠান।
ইয়ুথ ভয়েজের এবারের পর্বের বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তরুণদের ভাবনা’। এবারের আলোচক প্যনেলে উপস্থিত থাকছেন প্রফেসর সৈয়দ আনোয়ারুল হক (ডিন, ফ্যাকাল্টি অব আর্টস এন্ড হিউম্যানিটিজ এন্ড অব সোস্যাল সাইন্সেস, বিইউবিটি), প্রফেসর মিঞা লুৎফার রহমান (প্রক্টর, বিইউবিটি), নাফিসা নাওয়ার (ছাত্রী, বিইউবিটি), নির্ঝর চৌধুরী (সঙ্গীতশিল্পী), আলভী (অভিনেত্রী, লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০০৭)।
অনুষ্ঠানটি পরিকল্পনায় জিনাত জেরিন আলতাফ এবং প্রযোজনা করেছেন বিকাশ সরকার। মনিকা চৌধুরীর উপস্থাপনায় এসএ টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। এটি পুনঃপ্রচার করা হয় রবিবার সকাল ৯টায়।
সাতদিন/এমজেড