দুপুর ১২টা ১০মি ২২ মে, বাংলাভিশন
সালমান খান’কে নিয়ে ‘লাল গোলাপ’
অতিথি: শাহনাজ সুলতানা
প্রযোজনা: তাহমিনা মুক্তা
পরিকল্পনা ও উপস্থাপনা:শফিক রেহমান
বলিউড সুপারস্টার সালমান খান’কে নিয়ে আজ বাংলাভিশনে প্রচারিত হবে ‘লাল গোলাপ’-এর ২৫০ তম পর্ব। সম্প্রতি হিট এ্যান্ড রান মামলায় সালমান খানের পাঁচ বছর সাজা দিয়েছে আদালত। জামিন মঞ্জুর হওয়াতে আপাতত তাঁকে জেলে যেতে হচ্ছে না। মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন থাকার সময় সালমান খান জামিনে থাকবেন। ১৩ বছর আগের এই দূর্ঘটনার মামলা নিয়ে গত কয়েকদিন ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সালমান ভক্তদের এবং সাধারণ মানুষের আগ্রহ ছিল অনেক। অনেক ভক্ত সালমানের বাসার সামনে অবস্থান করছিলেন। সালমানের জন্য আদালত প্রাঙ্গনে এক ভক্ত আত্মহত্যার চেষ্টাও করেছিল। তাড়াতাড়ি হাসপাতালে নেওয়াতে সে বেঁচে যায়। এরকম অনেক ঘটনা ঘটে এই কয়েকদিনে।
আলোচিত এই সব ঘটনা এবং সালমান খানের অভিনয় জীবন নিয়ে ‘লাল গোলাপ’-এ এবারের বিষয় ‘সালমান খান’। ‘সালমান খান’ বিষয় নিয়ে লাল গোলাপের এবারের পর্বে থাকছে বিভিন্ন প্রতিবেদন। পাশাপাশি দেখানো হবে বিভিন্ন সিনেমার অংশবিশেষ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহনাজ সুলতানা। সমসাময়িক দেশী বিদেশী উল্লেখযোগ্য ঘটনা নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হয়।
শফিক রেহমানের পরিকল্পনা ও উপস্থাপনা এবং তাহমিনা মুক্তা’র প্রযোজনায় ‘আর্ট শো : লাল গোলাপ’-এর এই পর্বটি বাংলাভিশনে প্রচারিত হবে ।