দুপুর ১২টা ১০মি ১৫ মে, বাংলাভিশন

আর্ট শো: লাল গোলাপ' এর বিষয় ব্যাংক ডাকাতি

পরিকল্পনা,গ্রন্থনা ও উপস্থাপনা: শফিক রেহমান
প্রযোজনা: তাহমিনা মুক্তা

সাম্প্রতিক সময়ের সাথে সম্পর্কিত দেশী বিদেশী উল্লেখ্যযোগ্য ঘটনা নিয়ে সাজানো হয় জনপ্রিয় এবং ব্যতিক্রম অনুষ্ঠান লাল গোলাপ। মূলত শিল্প, সাহিত্য, সিনেমা, গান, নাটক,বিজ্ঞান ও ইতিহাস সহ নানা বিষয়ে এই অনুষ্ঠানের পর্ব সাজানো হয়। প্রতি পর্বে নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ এক বা একাধিক অতিথি উল্লেখযোগ্য বিষয়ে গুরত্বপূর্ণ আলোচনা করে থাকেন। প্রতিটি বিষয়ে থাকে প্রতিবেদন এবং দেখানো হয় ঘটনার সাথে সম্পর্কিত দেশী ও বিদেশী চলচ্চিত্রের অংশ বিশেষ।

আশুলিয়ার কাঠগড়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের একটি শাখায় সম্প্রতি ঘটে যাওয়া ব্যাংক ডাকাতিকে নির্ধারন করা হয়েছেন এবারের লাল গোলাপের বিষয় হিসেবে। এ ঘটনায় ডাকাতদের হামলায় ব্যাংকের ভেতরে ব্যবস্থাপকসহ তিনজন এবং ডাকাতদের প্রতিহত করতে গিয়ে গুলি-বোমায় চারজন নিহত হন।

এই অনুষ্ঠানে ব্যাংক ডাকাতির ওপর নির্মিত বিখ্যাত মুভি বনি অ্যান্ড ক্লাইড-এর ক্লিপস দেখানো হবে। উপস্থাপক শফিক রেহমান সিনেমার বিভিন্ন অংশের ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

অনুষ্ঠানটি পরিকল্পনা,গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন শফিক রেহমান। তাহমিনা মুক্তার প্রযোজনায় লালা গোলাপের এ পর্বটি পুনঃপ্রচার হবে ১৬ মে দুপুর ১২-১০ মিনিটে।

১৫ মে ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›