বিকাল ৫টা ৩০ মি, ১৫ মে, এসএটিভি

বেলাশেষের অতিথি

গীতিকবি লতিফুল ইসলাম শিবলী

প্রযোজনা: কাজী চপল

এসএ টেলিভিশনের সান্ধ্যকালিন আড্ডার অনুষ্ঠান ‘বেলাশেষে’র এবারের পর্বের অতিথি দেশের প্রখ্যাত গীতিকার ও সুরকার লতিফুল ইসলাম শিবলী। একই সাথে তিনি একজন সংগীতশিল্পীও। পাশাপাশি লিখেছেন একাধিক নাটক। এ ছাড়া মাঝে মধ্যে তাঁকে অভিনয় করতেও দেখা গেছে। তবে সবকিছুকে ছাপিয়ে তাঁর গীতিকবি পরিচয়টাই বড় হয়ে দেখা দিয়েছে। ৯০-এর দশকে ব্যান্ডসংগীতের গীতিকার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ১৯৯৭ সালে তিনি ‘বাংলাদেশে ব্যান্ডসংগীত আন্দোলন’ নামে ব্যান্ডসংগীতে উপর দেশের প্রথম গবেষণা গ্রন্থ প্রকাশ করেন।

‘বেলাশেষে’ অনুষ্ঠানে তিনি জানাচ্ছেন তাঁর জীবনের নানা অভিজ্ঞতার কথা এবং বিভিন্ন বিষয়ে তাঁর ভাবনার কথা। কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে।

সাতদিন/এমজেড

১৫ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›