রাত ৯টা ১৬ মে, এন টিভি
একক নাটক: ভালবাসার দুই রং
রচনা ও পরিচালনা: তারিক মুহাম্মদ হাসান
অভিনয়: অপর্ণা, আশিক মুনির, ফারুক আহমেদ, আফজাল শরীফ
হাই সোসাইটির ধনীর দুলাল সুমন ভালবাসে চৈতীকে। চৈতী কলেজ শেষ করে ঢাকায় এসেছে উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজের পায়ে দাঁড়াতে। সুমন তার ব্যাক্তিত্ব ও স্মার্টনেস দিয়ে চৈতীর মন জয় করে নেয়। সুমনের বাবার সুমনকে দেয়া একটা অভিজাত বাড়ি সুমন চৈতীকে দিয়ে দেয়। এক দিন এক রকম জোড় করে চৈতীকে হোস্টেল থেকে এই বাড়িতে এনে উঠায় সুমন। অনেক বিলাসী জীবন-যাপনে অভ্যস্থ করে তোলে চৈতীকে। একদিন এক রাতের ভুলের কারনে চৈতীর গর্ভে যে সন্তান আসে, তা নষ্ট করে ফেলতে চায় সুমন। ঠিক এই মুহূর্তে চৈতীর অন্যরকম একটা রূপ ফুটে উঠে।
এনটিভিতে প্রচার হবে একক নাটক ‘ভালবাসার দুই রং’। তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- অপর্ণা, আশিক মুনির, ফারুক আহমেদ, আফজাল শরীফ প্রমূখ।