সন্ধ্যা ৬টা ৩০ মি, ১৫ মে, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র
অদিতি মহসিনের একক সংগীত-সন্ধ্যা
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র নিয়মিত ভাবে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৫ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পীদের একজন অদিতি মহসিন-এর একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। দুই বাংলায় জনপ্রিয় এই শিল্পী পড়াশুনা করেছেন শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। তাঁর গান শেখা শুরু হয় বুলবুল ললিতকলা একাডেমিতে। পরবর্তীতে তিনি সাদি মহম্মদের কাছে তালিম নিয়েছেন।
অদিতি মহসিন বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত ব্যাচেলর প্রথম স্থান পাওয়ার জন্য "দেবব্রত স্মৃতি পুরষ্কার" এবং ২০০৪ সালে সঙ্গীতের জন্য "অনন্য শীর্ষ দশ" (অনন্য ১০ জন শীর্ষ গায়িকা বাংলাদেশ)। এ ছাড়াও সেরা রবীন্দ্র সঙ্গীতশিল্পী হিসেবে ২০০৬ সালে "সিটিসেল চ্যানেল-আই সঙ্গীত পুরস্কার" লাভ করেন।
বিশ্বভারতী থেকে উচ্চশিক্ষা শেষ করে এসে তিনি কিছুদিন ছায়ানটে শিক্ষকতা করেন। বেঙ্গল ফাউন্ডেশন থেকে তাঁর এ পর্যন্ত ৪টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি দেশের বাইরে এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন স্থানে মঞ্চে গান গেয়েছেন।
সাতদিন/এমজেড