সকাল ৮ টা, ১৬ মে, মোহনা টেলিভিশন
মোহনার সকালে'গাইবেন
শিমু দে
উপস্থাপনা: সায়মা আফরোজ
প্রযোজনা: এ.বাবুল
মোহনা টিভির নিয়মিত আয়োজন সঙ্গীতানুষ্ঠান আজমেরী জেমস হাউস ‘মোহনার সকাল’। অনুষ্ঠানটি মোহনা টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় দেশের প্রখ্যাত রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের শিল্পীদের।
অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি হয়ে আসবেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের প্রতিযোগিতায় স্বীকৃতি পাওয়া রবীন্দ্রসংগীত শিল্পী শিমু দে ।
মোহনার সকাল অনুষ্ঠানে দর্শকদের অনুরোধের গানের পাশাপাশি শিল্পী নিজের পছন্দের গান পরিবেশন করবেন। দর্শকরা শিল্পীর সাথে সরাসরি ফোনে কথা বলার সুযোগ পাবেন। এই অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্যসহ প্রতিদিনের নির্দিষ্ট তারিখে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলী জানিয়ে দেয়া হয়। এ.বাবুল এর প্রযোজনায় মোহনার সকাল উপস্থাপনা করেছেন সায়মা আফরোজ। আজমেরী জেমস হাউস মোহনার সকাল প্রচারিত হয় প্রতিদিন সকাল ৮ টায়।