রাত ৯টা ৫০ মি ১৬ মে ও সকাল ১১ টা ৩০ মি, ১৭ মে, চ্যানেল আই

জাতীয় বাজেট ২০১৫-১৬

শাইখ সিরাজের ৫৭ দফা সুপারিশমালার উপর বিশেষ পর্ব

পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা: শাইখ সিরাজ


সরকারের কাছে দেশের কৃষকের পক্ষে শাইখ সিরাজের ৫৭ দফা সুপারিশমালা প্রদানের উপর বিশেষ পর্ব প্রচার করবে চ্যানেল আই। ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে কৃষি ও এর উপখাতগুলোতে সরকারের বরাদ্দ ও বিশেষ গুরুত্ব দেয়ার প্রস্তাব হিসেবে ৫৭ দফা সুপারিশমালা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রদান করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এই নিয়ে দশমবারের মতো সরকারের কাছে কৃষি ও কৃষকের জন্য করণীয় শীর্ষক বাজেট সুপারিশমালা প্রদান করা হলো। এবারের ৫৭ দফা সুপারিশমালার মধ্যে রয়েছে কৃষিখাতের জন্য ২১ দফা, পোল্ট্রি শিল্পের জন্য ১২ দফা, মৎস্য খাতের জন্য ১৩ দফা এবং প্রাণিসম্পদ ও দুগ্ধ শিল্পের জন্য ১১ দফা।

১৭ মে ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›