১৬ মে থেকে ৬ জুন, বেঙ্গল আর্ট লাউঞ্জ, ঢাকা

ভিনীতা করীমের একক চিত্রপ্রদর্শনী

রিভার স্টোরিস


ঢাকার গুলশানে অবস্থিত বেঙ্গল আর্ট লাউঞ্জে (৬০ গুলশান এভিন্যু, নিচতলা, গুলশান-১) ১৬ মে সন্ধ্যা ৬টায় উদ্বোধন করা হবে চিত্রশিল্পী ভিনীতা করীম-এর একক চিত্রপ্রদর্শনী ‘রিভার স্টোরিস’। শিল্পীর অতি সম্প্রতি আঁকা কিছু চিত্রকর্ম এতে স্থান পেয়েছে। প্রদর্শনীটি ৬ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করবেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ সরন এবং প্রখ্যাত শিল্পী রফিকুন নবী। প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্মগুলো নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্যকে তুলে ধরেছে। তাঁর ছবিতে উঠে এসেছে এ দেশের নদী এবং নদীর সাথে সম্পর্কিত মানুষ ও প্রকৃতি।

সাতদিন/এমজেড

১৬ মে ২০১৫

প্রদর্শনী

 >  Last ›