সন্ধ্যা ৬টা ২২ মে, একুশে টেলিভিশন
একুশের সুরেলা সন্ধ্যায় ন্যান্সি
প্রযোজনা: আসাদুজ্জামান আসাদ
তাঁর পুরো নাম নাজমুন মুনিরা ন্যান্সি। ২০০৫ সালে ‘হৃদয়ের কথা’ ছবির গানে কণ্ঠ দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় ন্যান্সির। একই বছরে বিজ্ঞাপনের জিঙ্গেলেও অভিষেক হয় তাঁর। পরের বছরে ২০০৬ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানটির মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন ন্যান্সি। ২০০৯ সালে সংগীতা থেকে বের হয় ন্যান্সির প্রথম একক অ্যালবাম ভালোবাসা অধরা। তিন বছর পর ডেডলাইন মিউজিক থেকে বের হয় দ্বিতীয় একক অ্যালবাম ‘রং’।
ন্যান্সি’র পুরস্কারের ঝুলিও সমৃদ্ধ। তিনি মোট ৬ বার 'মেরিল-প্রথম আলো পুরস্কার’ পেয়েছেন। এ ছাড়া পেয়েছেন ১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
ন্যান্সি আসছেন একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘একুশের সুরেলা সন্ধ্যা’র অতিথি হয়ে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আসাদুজ্জামান আসাদ।