সন্ধ্যা ৬টা ২০ মি, ১৬ মে, এসএটিভি
সন্ধ্যার মেঘমালায় টিনা মোস্তারী
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
এসএ টেলিভিশনের বৈঠকী গানের আয়োজন সন্ধ্যার মেঘমালা’র এবারের পর্বের অতিথি তরুণ সংগীতশিল্পী টিনা মোস্তারী। ২০১৪ সালে প্রকাশিত হয় টিনার প্রথম একক অ্যালবাম যাতে তিনি কাজ করেছেন দুই বাংলার সুরকার ও গীতিকারদের সাথে। এর আগে তিনি বেশ কিছু একক অ্যালবামে গান গেয়েছেন। কুড়িগ্রামের মেয়ে টিনা প্রাতিষ্ঠানিক ভাবে গান শেখা শুরু করেন কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। এরপত শান্তা মরিয়মে সংগীত শিক্ষা লাভ করেন তিনি।
কামরুজ্জামান রঞ্জুর প্রযোজনায় সন্ধ্যার মেঘমালা অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড