রাত ৮টা, ১৬ মে, সকাল ৮টা ১৫ মি ও বিকাল ৪টা, ১৭ মে, বৈশাখী টিভি
মিউজিক ট্রেনের অতিথি
জয় শাহরিয়ার
উপস্থাপনা: আর্নিক
প্রযোজনা: এস আর রুমেল
জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড ‘নির্ঝর’-এর দলনেতা জয় শাহরিয়ার চার বছর বয়স থেকেই গান বাজনার সাথে যুক্ত হন। তাঁর মায়ের প্রতিষ্ঠা করা শিশু-কিশোরদের সংগঠন ‘সূর্যমুখী’র সাথে যুক্ত ছিলেন শৈশব থেকে। বরেণ্য সংগীতশিল্পী ওস্তাদ সোহরাব হোসেন এবং এম এ মান্নান-এর কাছে নজরুল সংগীত শিখেছেন তিনি। পরবর্তীতে তিনি পপসংগীতের প্রতি আকৃষ্ট হন এবং এসএসসি পাশ করার পর পর বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘নির্ঝর’। এটা ছিল ৯০-এর দশকের ঘটনা। ব্যান্ড ‘নির্ঝর’-এর প্রথম অ্যালবাম ‘স্বপ্নঘুড়ি’ বাজারে আসে ২০০৬ সালে।
জয় শাহরিয়ারের প্রথম একক অ্যালবাম বাজারে আসে ২০০৯ সালে। তরুণ প্রজন্মের এই গুণী শিল্পী আসছেন বৈশাখী টেলিভিশনের গানের আসর ‘মিউজিক ট্রেন’-এর অতিথি হয়ে। এস আর রুমেল-এর প্রযোজনায় অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি শনিবার রাত ৮টা এবং পুনঃপ্রচার করা হয় পরদিন রবিবার সকাল ৮টা ১৫ মিনিট এবং বিকাল ৪টায়।
সাতদিন/এমজেড