সন্ধ্যা ৭টা, ১৭ মে, শিল্পকলা একাডেমি, ঢাকা
সেলিম আল দীনের দুই নাটক নিয়ে
মঞ্চে আবার ঢাকা থিয়েটার
ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ মিলনায়তনে প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের দুই নাটকের মঞ্চায়ন করতে যাচ্ছে ঢাকা থিয়েটার। ১৭ মে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘গল্প নিয়ে গল্প’ এবং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মঞ্চস্থ হবে ‘অমৃত উপাখ্যান’।
এশা ইউসুফের নির্দেশনায় নাটক ‘গল্প নিয়ে গল্প’র বিভিন্ন চরিত্রের রূপাণে থাকছেন মো: শাহজাদা সম্রাট, রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম লিটন, সামিউন জাহান দোলা, মো: শরীফ হাসান চৌধুরী এবং অনিক ইসলাম। নাটকটির নির্দেশনা দেওয়ার পাশাপাশি এশা ইউসুফ এ নাটকের মঞ্চ পরিকল্পনা, কোরিওগ্রাফি ও পোশাক পরিকল্পনা করেছেন। নাটকের সংগীত পরিকল্পনা করেছেন শিমুল ইউসুফ। মানুষের জীবনের প্রেম, ব্যর্থতা, নিষ্ঠুরতা, অবদমন আর হতাশাই ‘গল্প নিয়ে গল্প’ নাটকের মূল বিষয়। এক গল্পকার ও তার বন্ধুর মধ্যে কথোপকথনের মধ্য দিয়ে নাটকের কাহিনি এগিয়ে যায়।
‘অমৃত উপাখ্যান’ নাটকটিতে ফুটে উঠেছে আধুনিক সময়ের মানবিক সংকট। এখানে পৌরাণিক গল্প ও বর্তমান বাস্তবতাকে সমান্তরালে প্রবাহিত হতে দেখা যায়। নারী জীবনের অপ্রাপ্তি ও অনিশ্চয়তা পুরাণ ও আধুনিক বাস্তবতার সাথে মিশে যায়। ওয়াসিম আহমেদ ও সাজ্জাদ রাজীব-এর নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শিমুল ইউসুফ, মোহাম্মদ শাহরিয়ার আখতার, আসাদুজ্জামান আমান, তাহমিদা মাহমুদ, সামিউন জাহান দোলা, সাজ্জাদুর সাজ, মিতালী রানী দেব, রজব আলী এবং তানজিল আহমেদ।
সাতদিন/এমজেড