বিকাল ৩টা, ১৭ মে, টিএসসি মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রদর্শিত হবে অস্কারজয়ী চলচ্চিত্র
দ্য গ্রান্ড বুদাপেস্ট হোটেল
ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি’র উদ্যোগে আয়োজিত ১০৬তম ‘ওয়ার্ল্ড ফিল্ম মেনিফেস্ট্যাশন প্রোগ্রাম’-এর প্রথম দিন ১৭ মে বিকাল ৩টায় প্রদর্শিত হবে ২০১৫ সালে অস্কার চলচ্চিত্র উৎসবে ৪টি বিভাগে পুরস্কার পাওয়া চলচ্চিত্র ‘দ্য গ্রান্ড বুদাপেস্ট হোটেল’। হাস্যরসের এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়েজ এন্ডারসন। এতে অভিনয় করেছেন রালফ ফিয়েনেস, এফ মারে আব্রাহাম, ম্যাথ্যু আমালরিক, এড্রিয়েন ব্রডি’সহ আরও অনেকে। চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয় দুই মহাযুদ্ধের মাঝামাঝি সময়ের ইউরোপের এক বিখ্যাত হোটেলের মালিককে ঘিরে যার হাতে এসে পড়ে রেনেসাঁ যুগে অমূল্য এক চিত্রকর্ম।
১৯৩০-এর দশকের কথা। গুস্তাভে ও তার বন্ধু শেফ জিরো মিলে চালাচ্ছে বিখ্যাত ‘দ্য গ্রান্ড বুদাপেস্ট হোটেল’। তারা উন্নতমানের বিভিন্ন সুবিধা হোটেলের অতিথিদের জন্য রাখার পাশাপাশি বয়স্ক নারী অতিথিদের জন্য যৌন বিনোদনেরও ব্যবস্থা করত। একদিন গুস্তাভের এমনই এক প্রেমিকার রহস্যজনক মৃত্যু হয় হোটেলে। সেই সাথে ঘটনাক্রমে তার হাতে এসে পড়ে রেনেসাঁ যুগের মূল্যবান এক চিত্রকর্ম। এদিকে হত্যাকারী হিসেবে সন্দেহের তালিকায় গুস্তাভের নামই আসে প্রথমে। এমনই গল্প নিয়ে এগিয়ে চলচ্চিত্র ‘দ্য গ্রান্ড বুদাপেস্ট হোটেল’।
উল্লেখ্য, এই আয়োজনের অংশ হিসেবে একই দিনে প্রদর্শিত হবে ওয়েজ এন্ডারসনের বহুল আলোচিত আরেক চলচ্চিত্র ‘রাশমোর’। ১৮ মে ওয়ার্ল্ড ফিল্ম মেনিফেস্ট্যাশন প্রোগ্রামের দ্বিতীয় ও শেষ দিন প্রদর্শিত হবে ওয়েজ এন্ডারসন পরিচালিত চলচ্চিত্র ‘মুনরাইজ কিংডম’।
সাতদিন/এমজেড