সন্ধ্যা ৭টা, ১৭ মে, ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কট, ঢাকা

শাস্ত্রীয় নৃত্য উপোলব্ধির ৫ম পর্বে

রবীন্দ্র নৃত্যধারা


শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় বেঙ্গল ফাউন্ডেশনের ধারাবাহিক আয়োজন ‘শাস্ত্রীয় নৃত্য উপলব্ধি’র ৫ম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মে সন্ধ্যা ৭টায় ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কটে। রবীন্দ্র জন্মজয়ন্তীর এক সপ্তাহ পরে আয়োজিত এই অনুষ্ঠানের শিরোনাম করা হয়েছে ‘নৃত্য উপলব্ধি: রবীন্দ্র নৃত্যধারা’। এতে প্রতিবারের মত সঞ্চালক, বক্তা ও নৃত্যশৈলী পরিবেশন এবং পরিচালনা করবেন নৃত্যশিল্পী শর্মিলা ব্যানার্জি। অনুষ্ঠানটিতে অডিও ভিজুয়াল প্রদর্শনী, নৃত্যবিষয়ক বক্তব্য ও নৃত্যকলা প্রদর্শনের মধ্য দিয়ে রবীন্দ্র নৃত্যের ভাব এবং বিভিন্ন ধারার নৃত্যকলা থেকে এ ধারায় আসার বিবর্তন ও উৎপত্তি তুলে ধরা হবে।


এতে নৃত্য পরিবেশন করবেন সোনিয়া রশিদ, আফসানা ইসলাম, সুদেষ্ণা স্বয়মপ্রভা, মেহেরাজ হক তুষার, লাডলি মোহন মিত্র, ইরা বালা, ফাল্গুনী সেন, অহুল্য শংকর দাস, আনিকা তেহসিন সুরভী, রিখিয়া আফ্রা, সুস্মিতা লোপা, সুপর্ণা লিমা, রাসেল আহমেদ, সাইফুল ইসলাম ইভান এবং শফিকুল ইসলাম।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি পরিচিত নাম শর্মিলা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু একজন নৃত্যশিল্পীই নন, একজন শিক্ষিকাও। দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের পাশাপাশি নৃত্যবিষয়ক অনেক কর্মশালাতেও যোগদান করেছেন। মণিপুরি নর্তনালয় থেকে তিনি ‘নর্তনবিশারদ’ উপাধি অর্জন করেন। বর্তমানে শর্মিলা বন্দ্যোপাধ্যায় ছায়ানট সংগীত বিদ্যায়তনে নৃত্যকলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই গুণী শিল্পীকে নিয়ে বেঙ্গলের এই আয়োজন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সাতদিন/এমজেড

১৭ মে ২০১৫

প্রদর্শনী

 >  Last ›