বিকাল ৫টা ২৫ মি ১৭ মে, এটিএন বাংলা
মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্নার অতিথি
মডেল ও অভিনেত্রী ইমি
উপস্থাপনা: মুনমুন হক
পরিচালনা: লায়লা বানু
তাঁর পুরো নাম শাবনাজ সাদিয়া ইমি। তবে ইমি নামেই বেশি পরিচিত জনপ্রিয় এই র্যাম্প মডেল ও অভিনেত্রী। প্রায় এক যুগ ধরে তিনি নিয়মিত ফ্যাশন প্যারেড ক্যাটওয়াক করছেন। তিনি টেলিভিশনের বিজ্ঞাপনচিত্র, বিলবোর্ড, ফ্যাশন ম্যাগাজিনে মডেল হয়েছেন বহুবার। পাশাপাশি টেলিভিশন-নাটকে অভিনয় করেছেন। টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনাতেও তাঁকে দেখা গেছে। ২০১১ সালে ইমি ‘বেস্ট মডেল অব ডিএফডব্লিউ’ পুরস্কার পেয়েছেন।
মডেল ও অভিনেত্রী ইমিকে দেখা যাবে এটিএন বাংলার রান্নার অনুষ্ঠান মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্নার অতিথি হিসেবে। খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ মুনমুন হক এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লায়লা বানু। ভিন্ন ধারার এই অনুষ্ঠানে প্রাধান্য পাবে সব ধরনের আধুনিক রেসিপি। অনুষ্ঠানে রেগুলার শেফ হিসেবে থাকবেন ফ্লেমবি রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ পলাশ গোমেজ। রান্না বিষয়ক এই সাপ্তাহিক অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি রবিবার বিকাল ৫টা ২৫ মিনিটে।