দুপুর ২টা ৪০ মি ১৭ মে, চ্যানেল আই
গানের উৎসব'এ সরাসরি সানি জুবায়ের
প্রযোজনা অনন্যা রুমা
উপস্থাপনা কোনাল
চ্যানেল আইতে সরাসরি গানের অনুষ্ঠান 'ওয়ালটন ঘরে ঘরে আমাদের পন্য গানের উৎসব সরাসরি'। অনুষ্ঠানের প্রতি পর্বে আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন ব্যান্ড দল, খ্যাতিমান ও নবীন সঙ্গীতশিল্পীবৃন্দকে। সরাসরি চ্যানেল আই এর স্টুডিও থেকে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী। এ পর্বের অতিথি সানি জুবায়ের।
ক্ল্যাসিক্যাল ধারার গায়ক সানি জুবায়ের। গজল, গীত, ঠুমরী, রাগ-সহ ক্ল্যাসিক্যালের আরো বিভিন্ন ধারায় গান করছেন গত দেড় দশক ধরে।ক্ল্যাসিক্যাল সঙ্গীতের উপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন ভারতের কুমায়ুন ইউনিভার্সিটি এবং পরবর্তীতে সুইডেনের রয়্যাল ইউনিভার্সিটি কলেজ অফ মিউজিক কম্পোজিশন থেকে। তবে ক্ল্যাসিক্যাল ধারার গানের পাশপাশি বেশ কিছু মেলো রক, সফট রক, ব্যালাড ও মেলোডিক অ্যাকুস্টিক ধারার গানও করেছেন তিনি।
তার প্রথম দিককার গান ‘ আজ আমার মন ভালো নেই’ এক সময় প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করে। দেশে ফেরার পর ‘আনন্দধারা’ পত্রিকা তাঁকে নিয়ে বিশেষ কভার স্টোরি করে। ঢাকায় জাতীয় জাদুঘরের বিশাল মিলনায়তনে আয়োজিত তাঁর লাইভ কনসার্ট সোলড আউট হয়ে যায়।
কথা ও আড্ডার ফাঁকে সঙ্গীত পরিবেশন করবেন তিনি এ বৈঠকি গানের অনুষ্ঠানে। কোনালের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন অনন্যা রুমা। প্রচারিত হবে রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আই'এ।