সকাল ১০টা ২০ মি, ১৭ মে, বৈশাখী টিভি

আলাপ-এর অতিথি নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব

প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা


সম্প্রতি প্রখ্যাত নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের পরিচালনায় মঞ্চস্থ হল রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি নৃত্যনাট্য ‘শ্যামা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ১৩ মে সন্ধ্যা ৭টায় নৃত্যনাট্যটি মঞ্চস্থ হয় ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে। এর আগে কলকাতায় প্রদর্শিত হয় নৃত্যনাট্য ‘শ্যামা। দর্শক এবং সাংস্কৃতিকমহলে নৃত্যনাট্যটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

ওয়ার্দা রিহাব দেশের নৃত্যাঙ্গনে নিজ গুণে বিশেষ অবস্থান পেয়েছেন। তিনি অল্প বয়স থেকেই নৃত্যের প্রতি আকর্ষণ বোধ করতেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে তিনি নাচ শিখেছেন। সেই সুবাধে বাংলাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী বেলায়েত হোসেব খান, শর্মিলা বন্দ্যোপাধ্যায় এবং তামান্না রহমানের কাছে তিনি শেখার সৌভাগ্য অর্জন করেন। এরপর তিনি নৃত্যে উচ্চতর শিক্ষা নেন কলাবতী দেবীর কাছে। থৈবা সিং এবং ওঝা রণজীৎ-এর কাছে তিনি মনিপুরি মার্শাল আর্ট শিখেন যা ‘থান টা’ নামে পরিচিত।

বৈশাখী টেলিভিশনের প্রভাতি অনুষ্ঠান আলাপের অতিথি হয়ে আসছেন তিনি। আড্ডার এ অনুষ্ঠানে তিনি কথা বলবেন পেশাগত বিষয়, দেশে এবং বিদেশের নৃত্যশিল্পের নানা দিক নিয়ে। অনুষ্ঠানে নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব জানাবেন, ব্যক্তিগত ভাললাগা, সফলতা, ব্যার্থতার কথা।

পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানটির এবারের পর্ব সঞ্চালনা করছেন শান্তা।

১৭ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›