এক হিটম্যানের গল্প
দ্য গানম্যান
পরিচালনা: পিয়েরে মোরেল
অভিনয়: শন পেন, জেসমিন ট্রিংকা, জাভিয়ের বার্ডেম
সাবেক ভাড়াটে খুনি জিম টেরিয়ের। আট বছর হলো সে কঙ্গোর এক মন্ত্রীকে হত্যার মিশন শেষ করে থেকে পালিয়ে এসেছে। তার ভয়াবহ অতীত যা অপরাধ আর খুনোখুনীতে পরিপূর্ণ, তাকে মানসিক ভাবে বিপর্যস্ত করে ফেলে। এমন সময় তাকে হত্যার চেষ্টা করা হয়। কে বা কারা তাকে হত্যা করতে চায় তা জানতে জিম পাড়ি জমায় লন্ডনে যেখানে তার এক সাবেক প্রেমিকার সাথে দেখা হয়ে যায়। অ্যানি নামের এই নারী এখন এক ধনী ব্যবসায়ীর স্ত্রী। তার স্বামীর কর্মক্ষেত্র আফ্রকা পর্যন্ত বিস্তৃত। এভাবেই জিম একের পর এক রহস্যের জালে জড়াতে থাকে। জিম’কে ঘিরে গড়ে উঠেছে সদ্য মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র ‘দ্য গানম্যান’-এর কাহিনী।
২০১৫ সালের ২০ মার্চ মুক্তি পাওয়া ১১৫ মিনিট দৈর্ঘ্যের একশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করেছেন পিয়েরে মোরেল। এতে অভিনয় নায়কের ভূমিকায় অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা শন পেন। অন্যান্য ভূমিকায় আছেন জেসমিন ট্রিংকা, জাভিয়ের বার্ডেম, ইদ্রিস এলবা, মার্ক রেইলান্স প্রমূখ।
প্রদর্শনীর সূচি:
স্টার সিনেপ্লেক্স- সকাল ১১:৩০, দুপুর ২:০০, বিকাল ৪:৪৫, সন্ধ্যা ৭:৩০
যোগাযোগ:
স্টার সিনেপ্লেক্স
ফোন নাম্বার: ৯১৩৮২৬০, ৯১৩৪০৯৮, ৯১৪০৮১৯
ই-মেইল: customerservices@cineplexbd.com
সাতদিন/এমজেড