রাত ৯টা ৩০ মি, ১৭ মে, জি বাংলা সিনেমা

ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার আজ

একটি বাঙালি ভূতের গপ্পো

পরিচালনা: ইন্দ্রনীল রায়চৌধুরী
অভিনয়: জয়া আহসান, সৌরভ চক্রবর্তী, জয়দীপ মুখার্জি


বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘একটি বাঙালি ভূতের গপ্পো’। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত এই চলচ্চিত্রের অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন সৌরভ চক্রবর্তী, জয়দীপ মুখার্জি’সহ আরও অনেকে।


চলচ্চিত্রের নায়িকা অমৃতা দীর্ঘ দিন ধরে বিবাহিত জীবন যাপন করছে অনির্বাণের সাথে। কিন্তু তারা নামে মাত্র বিবাহিত। দুজনের সম্পর্ক ভালো যাচ্ছে না। এদিকে রনি নামের এক বন্ধুর সাথে অমৃতা ভালো সম্পর্ক। তার কাছেই সে বিপদে আপদে আশ্রয় খুঁজে পায় অমৃতা। রনি তার প্রতি গভীর অনুরাগ পোষণ করলেও অমৃতা রনিকে শুধু ভালো বন্ধু হিসেবেই দেখে।

এমন সময় তাদের জীবনে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। রনি এবং অনির্বাণের মধ্যে কথা কাটাকাটির এক পর্যয়ে উত্তেজিত হয়ে অনির্বাণকে খুন করে বসে রনি। পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয় যখন অনির্বাণের ভূতকে বিভিন্ন জায়গায় দেখা যেতে থাকে। এমনই এক রহস্যময় গল্প নিয়ে এগিয়ে যায় চলচ্চিত্রটি।

সাতদিন/এমজেড

১৭ মে ২০১৫

মুভি

 >  Last ›