সন্ধ্যা ৬টা ১৭ মে, একুশে টেলিভিশন

একুশের আলোকিত সন্ধ্যায়

সমাজসেবক কবির আহমেদ আকন্দ

উপস্থাপনা: জুলিয়া ইসলাম শিশির
প্রযোজনা: শাওন রায় চৌধুরী


তেতুলিয়া শিশু স্বর্গের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ। কবির আকন্দ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে মাস্টার্স শেষ করে অল্প সময় কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করার পর ২০০৮ সালে যোগ দেন তেঁতুলিয়া উপজেলার কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে। সীমান্তবর্তী দর্জিপাড়া গ্রামে তিনি শিশুদের জন্য ২০১০ সালে শিশু স্বর্গ নামে সেবামূলক প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। সে থেকে প্রতিবছর শিক্ষাবৃত্তি, শীতবস্ত্র বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি। শিশুদের জন্য পাঠাগার গড়ে তুলেছেন তিনি।


আলোকিত মানুষ কবির আহমেদ আকন্দ অতিথি হয়ে আসবেন একুশের আলোকিত সন্ধ্যায়। আড্ডা ও আলাপের মধ্য দিয়ে অতিথি তাঁর জীবনের স্মৃতিময় ঘটনা ও বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলবেন তিনি। জানাবেন বিভিন্ন বিষয়ে তাঁর মতামত এবং পছন্দ-অপছন্দ।

একুশে টিভির স্টুডিও থেকে সরাসরি প্রচারিত অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে থাকছেন জুলিয়া ইসলাম শিশির। শাওন রায় চৌধুরী’র প্রযোজনায় একুশের আলোকিত সন্ধ্যা' প্রচারিত হবে রবিবার সন্ধ্যা ৬টায় একুশে টেলিভিশনে।

১৭ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›