বিকাল ৫টা ৩০ মি, ২৯ মে, এসএটিভি
সন্ধ্যার মেঘমালায় শামা রহমান
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
এসএ টেলিভিশনের বৈঠকী গানের নিয়মিত আয়োজন ‘সন্ধ্যার মেঘমালা’র এবারের পর্বের অতিথি শামা রহমান। রবীন্দ্রসংগীতের প্রখ্যাত এই শিল্পী বিশ্বের বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করে প্রশংসিত হয়েছেন। বেঙ্গল ফাউন্ডেশন’সহ দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থাগুলো থেকে প্রকাশিত হয়েছে তাঁর গানের অ্যালবাম। প্রয়াত ওস্তাদ ফজলুল হকের কাছে গান শেখা শুরু করেন তিনি। এরপর ছায়ানট ও বুলবুল ললিতকলা একাডেমিতে গান শিখেছেন।
কামরুজ্জামান রঞ্জুর প্রযোজনায় ‘সন্ধ্যার মেঘমালা’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রতিদিন প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড