সকাল ১০টা ২০ মি, ১৮ মে, বৈশাখী টিভি
আলাপ-এর অতিথি সোহেল আরমান
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা
বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’-এর এবারের পর্বের অতিথি সোহেল আরমান। জনপ্রিয় এই অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতার বহুল আলোচিত ছবি ‘এই তো প্রেম’ মুক্তি পেয়েছে এ বছর মার্চ মাসে। দীর্ঘ চার বছর এই সিনেমার শুটিং করা হয়। সোহেল আরমান পরিচালিত এটি প্রথম ছবি। চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকও পরিচালনা করেছেন তিনি এবং অভিনয় করছেন ছোট ও বড় পর্দায়। এ ছাড়া তিনি একজন গীতিকারও।
পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে নিয়মিত প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন শান্তা।
সাতদিন/এমজেড