রাত ৮টা ১৮ মে, মোহনা টেলিভিশন
ভালো আছি ভাল থেকো'র অতিথি
সঙ্গীতশিল্পী পুষ্প জান্নাত
উপস্থাপনা: তন্ময়া তানিয়া
প্রযোজনা: মোস্তাফিজুর রহমান সুমন
গত ৫ মে প্রকাশিত হয় জান্নাতের একক অ্যালবাম ‘জান্নাত’। এটি তার দ্বিতীয় একক অ্যালবাম। সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত অ্যালবামে মোট ৮টি গান রয়েছে। গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন, ওমর ফারুক, প্লাবন, রনি মামুন এবং রাজেশ। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন ইমরান, রাজেশ, জামাল হাসান এবং দেবা। এর আগে তার একক এ্যালবাম ‘বুক ভরা ভালোবাসা’ প্রকাশিত হয় ২০০৮ সালে।
মাত্র দুই বছর বয়সে গানে হাতেখড়ি ওস্তাদ মমতাজ আলী খান সঙ্গীত একাডেমীতে। পুষ্প জান্নাত তালিম নিয়েছেন ওস্তাদ মেহেদী হাসানের ছাত্র জামাল হাসানের কাছে। রেডিয়ান ইনস্টিটিউট থেকে ফ্যাশন ডিজাইনের ওপর ডিপ্লোমা করেছেন তিনি।
মোহনা টেলিভিশনের ভালো আছি ভাল থেকো'অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন পুষ্প জান্নাত। সেলিব্রেটিদের নিয়ে সরাসরি আড্ডার অনুষ্ঠান ‘মমতাজ মেহেদি ভালো আছি ভাল থাকো’ অনুষ্ঠানটি প্রচারিত হয় শনি থেকে সোমবার প্রতিদিন রায় ৮টায়।
মোস্তাফিজুর রহমান সুমনের প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন তন্ময়া তানিয়া।