রাত ৮টা ৫ মি, ১৮ মে, জিটিভি
হিমাংশু দত্তকে নিয়ে বাঙালি বিশ্বময়
উপস্থাপনা: রোকেয়া প্রাচী
প্রযোজনা: অরিন্দম মুখার্জি বিংকু
বিশ্ববিখ্যাত বাঙালি গুণীজনদের নিয়ে তথ্যচিত্রের অনুষ্ঠান ‘বাঙালি বিশ্বময়’। বাংলা সংগীত জগতের অন্যতম প্রতিভা সুরকার ও কন্ঠশিল্পী হিমাংশু কুমার দত্ত’কে নিয়ে নির্মিত হয়েছে অনুষ্ঠানটির এবারের পর্ব। বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলা তাঁর জন্মস্থান। তাঁর মা ছিলেন প্রতিষ্ঠিত কন্ঠশিল্পী। সেই সুবাদে ছোটবেলা থেকে তিনি পেয়েছেন সংগীত শিক্ষার উপযোগী পরিবেশ। ‘আলোছায়া দোলা’, ‘আবেশ আমার যায় উড়ে কোন ফাল্গুনে’, ‘বরষার মেঘ ডাকে ঝড় বরিষণে’র মত অসংখ্য জনপ্রিয় গান গেয়ে একসময় বাঙালির হৃদয় জয় করেছেন তিনি।
১৯০৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করা এই শিল্পী কুমিল্লা জেলা স্কুল হতে এন্ট্রান্স পাশ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এই কলেজের ছাত্র থাকা কালিনই তিনি সংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি তাঁর বন্ধু সুবোধ পুরকায়স্থের লেখা বেশিরভাগ গানের সুর দিয়েছেন। অজয় ভট্টাচার্য এবং বিনয় মুখোপাধ্যায়ের অনেক গানে সুর দিয়ে তিনি সুরকার হিসেবে খ্যাতি লাভ করেন। এই প্রতিভাবান বাঙালি ১৯৪৪ সালে পৃথিবীকে চির বিদায় জানান।
অরিন্দম মুখার্জি বিংকু’র প্রযোজনায় জিটিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে ‘বাঙালি বিশ্বময়’ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন প্রখ্যাত অভিনেত্রী রোকেয়া প্রাচী।
সাতদিন/এমজেড