বিকাল ৪টা, ১৮ মে, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

ওয়ার্ল্ড ফিল্ম মেনিফেস্ট্যাশন প্রগ্রামে

প্রদর্শিত হবে ‘মুনরাইজ কিংডম’


ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি’র উদ্যোগে আয়োজিত ১০৬তম ‘ওয়ার্ল্ড ফিল্ম মেনিফেস্ট্যাশন প্রোগ্রাম’-এর দ্বিতীয় দিন ১৮ মে বিকাল ৪টায় প্রদর্শিত হবে ওয়েজ এন্ডারসন পরিচালিত চলচ্চিত্র ‘মুনরাইজ কিংডম’। এতে অভিনয় করেছেন কারা হেওয়ার্ড, বিল মারে, এডওয়ার্ড নর্টন, ব্রুস উইলিস প্রমূখ। ১২ বছর বয়সী এক জোড়া কিশোর-কিশোরীর প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি প্রদর্শিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে।


১৯৬৫ সাল। যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডের একটি দ্বীপে এমন এক জনগোষ্ঠীর বসবাস যাদের সাথে বাইরের জগতের সম্পর্ক খুবই কম। সেখানকার অধিবাসী ১২ বছর বয়সী স্যাম এবং সুজী এক দল স্কাউটের সাথে দ্বীপের অপর প্রান্তে ক্যাম্পিং-এ গিয়ে একে অপরের প্রেমে পড়ে যায়। তারা দুজন পালানোর পরিকল্পনা করে এবং সেই অনুযায়ী পালিয়ে যায়। পুলিশ এবং সমাজের লোকজন তাদের খোঁজাখুঁজি করে। এদিকে স্যাম ও সুজি বেশ কিছু দিন জঙ্গলে কাটিয়ে দেয়। এমন সময় এক প্রবল ঘুর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। তাদের দুজনকে ঘূর্ণি ঝড় আঘাত হানার আগে উদ্ধার করতে না পারলে বিপদ হতে পারে। এমনি নানা ঘটনার মধ্য দিয়ে চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ফিল্ম মেনিফেস্ট্যাশন প্রোগ্রামের প্রথম দিন প্রদর্শিত হয় ওয়েজ এন্ডারসনের চলচ্চিত্র ‘দ্য গ্রান্ড বুদাপেস্ট হোটেল’ এবং ‘রাশমোর’।

সাতদিন/এমজেড

১৮ মে ২০১৫

মুভি

 >  Last ›