সকাল ৭টা ৩০ মি, ১৯ মে, এসএ টিভি
সকালের ডায়রি ও হাওয়া লাগে গানের পালের অতিথি
সংগীতশিল্পী সুমি আক্তার
প্রযোজনা: খালিদ পলাশ ও মনি পাহাড়ী
প্রতিদিন সকালে এক বা একাধিক অতিথির সাথে আড্ডা ও আড্ডার মাঝে সকালের আবহে যায় এমন গানের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে ‘সকালের ডায়েরী ও হাওয়া লাগে গানের পালে’ শিরোনামের অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী সুমি আক্তার।
নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সুমি আক্তার মায়ের অনুপ্রেরণাতেই গানের জগতে আসেন। গান শেখার শুরু হয় শৈশবে, শিল্পকলা একাডেমিতে। বর্তমানে মঞ্চ ও টেলিভিশনে নিয়মিত গান গেয়ে যাচ্ছেন এই শিল্পী। জি সিরিজ থেকে প্রকাশিত তাঁর অ্যালবাম ‘রাত নিঝুম’ শ্রোতাদের মন জয় করেছে। এই অ্যালবামে সহশিল্পী হিসবে তাঁর সাথে কন্ঠ দিয়েছেন এ এইচ বকুল।
অনুষ্ঠানের সম্ভাব্য সেগমেন্টসমূহ হল অতিথির সাথে আড্ডা, গান শোনা, রাশিচক্র, নানান কিছুর উপর ছোট ছোট প্যাকেজ, জন্মদিনের শুভেচ্ছা, বিভিন্ন বিষয়ে টিপস, বাড়ির আসবাবপত্র, তাৎক্ষণিক চিকিৎসা।
সাতদিন/এমজেড