সন্ধ্যা ৬টা ২০ মি, ১৯ মে, এসএটিভি
সন্ধ্যার মেঘমালায় কর্ণিয়া
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
সহকারী প্রযোজক: মনি পাহাড়ী
এসএ টেলিভিশনের বৈঠকী গানের আসর ‘সন্ধ্যার মেঘমালা’র এবারের পর্বের শিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। ২০১২ সালে পাওয়ার ভয়েজ নামের জনপ্রিয় রিয়্যালিটি শো’তে অংশ নিয়ে তিনি খ্যাতি অর্জন করেন। বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে তাঁর প্রথম অ্যালবাম। অ্যালবাম প্রকাশ ও স্টেজ পারগরম্যান্সের পাশাপাশি তিনি চলচ্চিত্রের প্লেব্যাক গানেও কন্ঠ দিয়েছেন।
কামরুজ্জামান রঞ্জুর প্রযোজনায় ‘সন্ধ্যার মেঘমালা’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে নিয়মিত প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। অনুষ্ঠানটির সহকারী প্রযোজক মনি পাহাড়ী।
সাতদিন/এমজেড