রাত ১০ টা ১৯ মে, এশিয়ান টিভি
মিডিয়া ডায়লগ এর অতিথি
কাজী শুভ, নদী ও গীতিকার জাহিদ আকবর
গ্রন্থনা ও উপস্থাপনা: তানভীর তারেক
প্রযোজনা: তানভীর তন্ময়
এশিয়ান টিভিতে রাত দশটায় প্রচার হবে মিডিয়ার সমসাময়িক বিষয় নিয়ে আড্ডা আলাপের অনুষ্ঠান ‘মিডিয়া ডায়লগ। মিডিয়া ডায়লগের আজকের পর্বের বিষয় 'গানের সাফল্যের মূল কারিগর কে- গীতিকার, সঙ্গীত পরিচালক না মিউজিক ভিডিও নির্মাতা'। মজার এই বিষয় নিয়ে আলোচনায় উঠে এসেছে সঙ্গীতের আজকের অবক্ষয়ের কিছু কঠিন বাস্তবতা। আলোচনায় অংশ নিয়েছেন কন্ঠশিল্পী কাজী শুভ, নবাগতা শিল্পী নদী ও গীতিকার জাহিদ আকবর। অনুষ্ঠানটি গ্রন্থনা ও সঞ্চালনা করেছেন তানভীর তারেক।
তানভীর তারেকের উপস্থাপনায় মিডিয়া ডায়লগ প্রযোজনা করেছেন তানভীর তন্ময়। অনুষ্ঠানটি প্রচারিত হয় মঙ্গলবার রাত ১০ টায়।