বিকাল ৫টা ৩০ মি, ২০ মে, এসএটিভি
বেলাশেষে’র অতিথি
অভিনয়শিল্পী টাইগার রবি
প্রযোজনা: কাজী চপল
তাঁর আসল নাম রবিউল ইসলাম, রবে মানুষ তাঁকে চিনে টাইগার রবি নামে। বাংলাদেশের একসময়কার বিখ্যাত কুস্তিগির টাইগার জলিলের সন্তান টাইগার রবি ২০১০ সালে নরুল আলম আতিকের হাত ধরে মিডিয়া জগতে আসেন ‘সাইফুল আর্টিস’ সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে। ইতোমধ্যে তিনি বেশ কিছু টিভি নাটক এবং ধারাবাহিক নাটকে অভিনয় করে সুনাম অর্জন করেন। তবে খলনায়ক চরিত্র বড় পর্দায় অভিনয় করেই তিনি বেশি দর্শকপ্রিয়তা পান।
টাইগার রবি আসছেন এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হয়ে। কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হয়।
সাতদিন/এমজেড