২০ থেকে ২৮ মে, শিল্পকলা একাডেমি, ঢাকা
নাগরিক নাট্যাঙ্গনের ২০ বছর পূর্তিতে
নাট্যোৎসবের আয়োজন
দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাগরিক নাট্যাঙ্গনের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ভারত ও বাংলাদেশের ৭টি নাট্যদলের অংশগ্রহণে এক নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। ২০ মে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রথমেই থাকছে একক অভিনয় এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রবীণ অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে আজীবন সম্মাননা দেওয়া হবে এই অনুষ্ঠানে। ২০ থেকে ২৮ মে পর্যন্ত একদিন (২৫ মে) বাদে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়ন হবে। নাট্যোৎসবটি প্রাচ্য ও পাশ্চাত্যের দুই নাট্যকার শম্ভু মিত্র এবং শেক্সপিয়রকে উৎসর্গ করা হচ্ছে। উল্লেখ্য, এই দুই নাট্যকারের জন্মের যথাক্রমে ১০০ ও ৪৫০ বছর পূর্ণ হলো।
এই উৎসবে বাংলাদেশের ঢাকা থিয়েটার, সময়, নাগরিক নাট্যাঙ্গন, লোক নাট্যদল (শিদ্ধেশ্বরী), পদাতিক নাট্যসংসদ এবং ভারতের নয়ে নাটুয়া ও আভাস অংশ নিচ্ছে। নাগরিক নাট্যাঙ্গনের বিখ্যাত নাটক ‘প্রাগৈতিহাসিক’-এর শততম মঞ্চায়ন হবে এই নাট্যোৎসবে। এ উপলক্ষে মঞ্চে শতবার অংশ নেওয়ার জন্য নির্দেশনায় লাকী ইনাম, নাট্যকার হিসেবে মাহমুদুল ইসলাম সেলিম, আলোক পরিকল্পনায় মো. জসীম উদ্দীন, মঞ্চ ও শিল্প নির্দেশনায় সাজু খাদেম, শতবার মঞ্চে অভিনয়ের জন্য হৃদি হক, প্রলয় জামান ও কামরুজ্জামান রনি পদক পাচ্ছেন।
প্রদর্শনীর পূর্ণাঙ্গ সময় সূচী:
২০ মে:
সন্ধ্যা ৬টা
একক অভিনয় ও আজীবন সম্মাননা প্রদান
সন্ধ্যা ৭টা
গল্প নিয়ে গল্প ও ঈতি পত্রমিতা
পরিবেশনায়: ঢাকা থিয়েটার
২১ মে:
সন্ধ্যা ৭টা
শেষ সংলাপ
পরিবেশনায়: সময়
২২ মে:
সকাল ১০টা
সেমিনার
অংশগ্রহণে: অপূর্ব কুমার কুণ্ডু
সন্ধ্যা ৭টা
নাটক: হাওয়াই
পরিবেশনায়: নয়ে নাটুয়া
২৩ মে:
সন্ধ্যা ৭টা
নাটক: প্রাগৈতিহাসিক
পরিবেশনায়: নাগরিক নাট্যাঙ্গন
২৪ মে:
নাটক: কঞ্জুস
পরিবেশনায়: লোক নাট্যদল (শিদ্ধেশ্বরী)
২৫ মে:
অনুষ্ঠান নেই
২৬ মে:
নাটক: ম্যাকবেথ
পরিবেশনায়: পদাতিক নাট্য সংসদ
২৭ মে:
নাটক: আনন্দী
পরিবেশনায়: আভাষ
২৮ মে:
নাটক: রূপকথা চুপকথা
পরিবেশনায়: আভাষ
সাতদিন/এমজেড