সন্ধ্যা ৬টা ২০ মি, ২০ মে, এসএটিভি
সন্ধ্যার মেঘমালায় চঞ্চল খান
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
এসএ টেলিভিশনের বৈঠকী গানের আসর ‘সন্ধ্যার মেঘমালা’র এবারের পর্বের অতিথি রবীন্দ্রসংগীতশিল্পী চঞ্চল খান। ছায়ানটের এক সময়কার শিক্ষার্থী চঞ্চল খানের এ পর্যন্ত তিনটি একক অ্যালবাম ছাড়াও ৭টি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, অস্ট্রেলিয়া ও আমেরিকায় সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। চঞ্চল খান রবীন্দ্র সঙ্গীত সম্মিলনী পরিষদের অন্যতম উদ্যোক্তা। রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পাশাপাশি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর গবেষণাও করেছেন। ‘টাইমলেস গীতাঞ্জলি’ শিরোনামের একটি তথ্যচিত্রও নির্মাণ করেছেন।
কামরুজ্জামান রঞ্জু’র প্রযোজনায় ‘সন্ধ্যার মেঘমালা’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড