সন্ধ্যা ৬টা ৪৫ মি ২২ মে, এনটিভি
যে গান গৌরবে বহমান' এ
সৈয়দ তারেক ও আফসানা রুনা
উপস্থাপনা: সঙ্গীতশিল্পী তপন মাহমুদ
পরিকল্পনা: মোহাম্মদ মুজাক্কের
এনটিভিতে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে সঙ্গীত বিষয়ক নতুন অনুষ্ঠান ‘যে গান গৌরবে বহমান’। অনুষ্ঠানটি সাপ্তাহিকভাবে প্রতি বুধবার প্রচার হচ্ছে। মোহাম্মদ মুজাক্কেরের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপন মাহমুদ। অনুষ্ঠানের আজকের পর্বের শিল্পী সৈয়দ তারেক ও আফসানা রুনা। এ অনুষ্ঠানে সঙ্গীতের সকল ধারা নিয়ে আলোচনা ও গান থাকবে। পুরনো জনপ্রিয় গানের পাশাপাশি থাকবে এ সময়ের জনপ্রিয় গান। তিরিশ দশক থেকে পুরোনো দিনের গানসহ লোকসঙ্গীতের বিভিন্ন দিক এবং গৌরবমন্ডিত, জনপ্রিয় বাংলা গানের বিভিন্ন দিক তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রতিটি পর্ব ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে সাজানো হয়ে থাকে।