সকাল ১০টা ২০ মি, ২০ মে, বৈশাখী টিভি
আলাপ-এর অতিথি
ফেরদৌস হাসান
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা
বৈশাখী টেলিভিশনের আড্ডা-আলোচনার অনুষ্ঠান ‘আলাপ’-এর অতিথি হিসেবে এবারের পর্বে থাকছেন নাট্যকার ও নির্মাতা ফেরদৌস হাসানা। অসংখ্য জনপ্রিয় টিভি নাটকের রচয়িতা এবং নির্মাতা তিনি। তাঁর লেখা একক ও ধারাবাহিক নাটকের সংখ্যা ৩ থেকে সাড়ে ৩ হাজারের মত। অনুষ্ঠানে তিনি জানাবেন তাঁত শিল্পী জীবন, ব্যক্তি জীবন, স্মৃতিময় ঘটনা, বর্তমান ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ আনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শান্তা।
সাতদিন/এমজেড