বিকেল ৩টা ৫মি, ২০ মে, চ্যানেল আই

মানব পাচার নিয়ে টেলিছবি

নিথর যাত্রা

রচনা ও পরিচালনা: রিটু রাজ
অভিনয়: মার্শাল, শায়লা, অর্পণা ও শহীদুল ইসলাম সাচ্চু

গ্রামের সাধারণ ছেলে কিভাবে দেশের বাইরে যাবার স্বপ্নে দালালচক্রের কারসাজিতে ফেঁসে যায়। মানব পাচারের এমন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম নিথর যাত্রা।

রিটু রাজের রচনা ও পরিচালনায় নাটকে বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন মার্শাল, শায়লা, অর্পণা ও শহীদুল ইসলাম সাচ্চু।

২০ মে ২০১৫

নাটক

 >  Last ›