সন্ধ্যা ৬টা ৫ মি, ২০ মে, একুশে টিভি

একুশের তারুণ্য সন্ধ্যায়

কল্যাণ অ্যান্থনি কোরাইয়া

প্রযোজনা: আসাদুজ্জামান আসাদ


একুশে টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘একুশের তারুণ্য সন্ধ্যা’র এবারের পর্বের অতিথি মডেল-অভিনেতা কল্যাণ অ্যান্থনি কোরাইয়া। সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভূমিকম্পের সময় তিনি ‘হলি ডে’ নাটকের শুটিং-এর কাজে নেপালে অবস্থান করছিলেন। নাটকে পুরো ইউনিট ভূমিকম্পের ভয়াবহ স্মৃতি নিয়ে দেশে ফিরেছে। সেই সব অভিজ্ঞতার কথাই অনুষ্ঠানে জানাবেন কল্যাণ অ্যান্থনি কোরাইয়া।


কল্যাণ অ্যান্থনি কোরাইয়া ২০০৫ সাল থেকে মিডিয়ায় কাজ করছেন। অনেকটা শখের বসে মিডিয়াতে আসলেও তিনি এখন মডেল ও অভিনেতা হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কল্যাণ টেলিভিশন বহু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। ২০১২ সালে কল্যাণ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘পিতা’ মুক্তি পেয়েছে।

আসাদুজ্জামান আসাদের প্রযোজনায় ‘একুশের তারুণ্য সন্ধ্যা’ একুশে টেলিভিশনে প্রচারিত হয় প্রতি বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।

সাতদিন/এমজেড

২০ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›